আশুলিয়ায় বাসায় ঢুকে ইলেকট্রিক মিস্ত্রীকে পিটিয়ে হত্যা

আশুলিয়ায় বাসায় ঢুকে ইলেকট্রিক মিস্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে শাহাজাহান খন্দকার মনা (৫০) নামের এক বৃদ্ধকে তার ভাড়া বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।

মনা আশুলিয়া ডেন্ডাবর এলাকার মনা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন ও পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, রাতে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বাসায় হামলা চালিয়ে মনা মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়। ওই সময় মনা গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, হামলার ঘটনায় নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের মাথায় চারটি আঘাত রয়েছে। আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তিনি মারা যায়। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।