ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যানের ভাইকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যানের ভাইকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

ব্রহ্মিণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সির ছোট ভাই জামাল মুন্সিকে কুপিযে হত্যা করেছে।  

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরচারতলা গ্রামে আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সির বাড়িতে  এ ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেন, শুক্রবার সন্ধ্যায় চা খাওয়াকে কেন্দ্র করে আমার ছোট ভাই মুনিম মুন্সির সাথে  চরচারতলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডেও মেম্বার সাদ্দাম হোসেনের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রাত ১টার দিকে চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, উপজেলা যুবদলের সভাপতি সেলিম পারভেজ, সাদ্দাম মেম্বার, সাদ্দাম মেম্বারের বাবা আব্দুস শহিদ, যুবলীগ নেতা শফিকের নেতৃত্বে অন্তত দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার ছোট ভাই জামাল মুন্সিকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে । এতে জামাল মুন্সি গুরুতর আহত হয়। তকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।