পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ ,মাঝ নদীতে ৫ টি ফেরি আটকে আছে

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ ,মাঝ নদীতে ৫ টি ফেরি আটকে আছে

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে  পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ । এতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে ছোট-বড় পাঁচটি ফেরি আটকা রয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার তীব্রতা এতটাই বেশি ছিল যে, কাছের বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। এ জন্য এ নৌরুটে সকল প্রকার  দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এছাড়া দিক নির্ণয় না করতে পারায় মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে পাঁচটি ফেরি।  কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরাত ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।   

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে দীর্ঘক্ষন ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের দুপাড়ে পারাপারের অপেক্ষায় আছে  পণ্যবাহী ও যাত্রীবাহী শত শত যানবাহন। ভোগান্তীতে পড়েছে এসকল যানবাহনের যাত্রীগণ।