কোভিড পজেটিভ জিদান

কোভিড পজেটিভ জিদান

সংগৃহীত ছবি

রিয়েল মাদ্রিদের দুঃখ যেন পিছুই ছাড়ছে না। কিছুদিন অ্যাথল্যটিকো বিলবাওয়ের কাছে হেরে স্পেনিশ সুপার কাপের ফাইনালে উঠতে পারেনি। এরই মধ্যে আবার দলটির কোচ জিনেদিন জিদানের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাল দলটি।

এক বার্তায় এমনটাই জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি। আগের ম্যাচে আলকোয়ানোর কাছে হার মানার পর আজ সুযোগ আলাভেজকে হারিয়ে ক্ষতে প্রলেপ দেওয়ার। তার আগেই এমন দুঃসংবাদ। সবমিলে পুরো সপ্তাহটাই গেল রিয়ালের হতাশায়।

কেবল আজকের দিন নয়, সামনের আরও কিছুদিন জিদানকে ডাগআউটে পাচ্ছে না রিয়াল। এই সময় দায়িত্ব পালন করবেন ফরাসি কোচের সহকারী ডেভিড বেতোনি।

এদিকে করোনা আক্রান্তের কারণে গতকালের পোস্ট ম্যাচ কনফারেন্সেও আসেননি জিদান। রিয়ালের পরবর্তী ম্যাচ লেভান্তের বিপক্ষে। এরপর ৬ ফেব্রুয়ারি হুয়েস্তার মুখোমুখি হবে তারা।

এর আগে এ মাসের প্রথম সপ্তাহের দিকে করোনা আক্রান্ত এক সদস্যের সঙ্গে দেখা হওয়ায় আইসোলেশনে থাকতে হয় জিদানকে। যদিও পরে জিদানের নমুনা নেওয়া হয়। পিসিআর টেস্টে রেজাল্টও আসে নেগেটিভ। ফলে আইসোলেশন ভেঙে তখন দলের সঙ্গে যোগ দেন তিনি।