আ’লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

আ’লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিমের অনুসারীদের সাথে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হন। সেখানে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগও করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলাউদ্দিন (২৮)। সে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিমের সমর্থক বলে জানা গেছে।

 এর আগে সকাল ৮টার দিকে পাহাড়তলীর বার কোয়ার্টার এলাকায়  নিজামউদ্দীন মুন্না নামের এক ব্যক্তি তার  আপন ভাই সালাউদ্দীন কামরুলের ছুরিকাঘাতে নিহত হয়েছে ।  নিহত মুন্না ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী ও তার ভাই কামরুল ১২নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী বলে জানা গেছে।