ভাষাসৈনিক খোন্দকার আব্দুল মালেক মারা গেছেন

ভাষাসৈনিক খোন্দকার আব্দুল মালেক মারা গেছেন

ভাষাসৈনিক খোন্দকার আব্দুল মালেক। সংগৃহীত ছবি

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমপি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর খোন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ (৮৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়িতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। 

খোন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১১টায় মুক্তাগাছার নন্দীবাড়ী স্টেডিয়াম মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

খোন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ ছাত্রাবস্থায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। পরে বঙ্গবন্ধুর আহবানে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। সৈয়দ নজরুল ইসলাম ও রফিক উদ্দিন ভূইয়ার কমিটিতে তিনি বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৭০’র নির্বাচনে মুক্তাগাছা আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন।