মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল নিয়ে ট্রলারডুবি

মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল নিয়ে ট্রলারডুবি

মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ক্যারিংচরে মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে।  

 জানা গেছে,ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন মাঝিমাল্লাও নদীতে ডুবে যান। পরে সাঁতরে তারা তীরে উঠতে সক্ষম হন।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ জানান, সকাল ৬টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে ‘আল্লাহর দান’ ট্রলারটি হাতিয়ার নলচিরা ঘাটে যাচ্ছিল। ঘটনাস্থলে নৌপুলিশের একটি দল গিয়েছে বলে জানান তিনি।