মুস্তাফিজের জোড়া আঘাতে চাপে ক্যারিবীয়রা

মুস্তাফিজের জোড়া আঘাতে চাপে ক্যারিবীয়রা

মুস্তাফিজের জোড়া আঘাতে চাপে ক্যারিবীয়রা। ফাইল ছবি

মেহেদী হাসান মিরাজের ১০৩ রানের সুবাদে চট্টগ্রাম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৩০ রানে অল আউট হয় বাংলাদেশ।

এদিকে ব্যাট করতে নেমে শুরুতেই মোস্তাফিজের জোড়া আঘাতে সাঁজ ঘরে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল ও মোসেলেকে হারিয়েছে সফরকারীরা। ক্যাম্পবেলকে (৩) রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ওভার করতে এসে চতুর্থ বলেই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন তিনি।

এছাড়াও মোসেলেকে ২ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ।
এর আগে মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৩০ রান। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি ব্যক্তিগত ১০৩ রান করে ফেরেন। রাকিম কর্নওয়ালের বলে বিদায় নেওয়ার আগে ১৬৮ বলে ১৩টি চার হাঁকান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ২৩ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৬২ রান করেছে উইন্ডিজ।