সাকিবকে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ

সাকিবকে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কুঁচকির ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যার কারণে সেদিন নিজের বোলিং কোটা শেষ না করেই মাঠ ছাড়েন ওয়ানডের সেরা অলরাউন্ডার। কয়েক দিন বিশ্রামের পর প্রথম টেস্টের আগে অনুশীলনের ফেরেন সাকিব।

উইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে বাংলাদেশ। তার বদলি হিসেবে ফিল্ডিং দিচ্ছেন ইয়াসির আলী রাব্বী।

মাঠে সাকিবের অনুপস্থিতি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 

জানা গেছে, ওয়ানডে সিরিজে কুঁচকিতে পাওয়া চোট ফের মাথা চাড়া দিয়ে উঠেছে সাকিবের। চোট কতটা গুরুতর তা জানতে ইতোমধ্যে হাসপাতালে গেছেন সাকিব। সেখানে স্ক্যান করানো হবে তাকে।

দল সূত্রে জানা গেছে, দলের সঙ্গে সকালে মাঠে এসেছিলেন সাকিব। কিন্তু ওয়ার্মআপে নেমেই চোটের জায়গায় অস্বস্তিবোধ করেন। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না নির্বাচকরা।  তাই তাকে ম্যাচে না নামানোর সিদ্ধান্ত হয়। 

দিনের শুরুতেই এনক্রুমা বোনারকে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। ভয়ানক হয়ে ওঠা ব্রাথওয়াইটকে ৭৬ রানে থামিয়ে দেন নাঈম।  এর পর ওয়ানডে মেজাজে খেলে ৪০ রান করে ফেলা কাইল মায়ার্সকে থামান মিরাজ। 

এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬৯ ওভার ২ বলে ৫ উইকেটে ২০২ রান ।