ক্যারিবীয়দের ৩৯৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্যারিবীয়দের ৩৯৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সফরকারি ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে জয়ের জন্য ৩৯৫ রানের টার্গেট দিয়েছে মুমিনুল বাহিনী। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৩০ রান জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছিল ২৫৯।  প্রথম  ইনিংসে বাংলাদেশ লিড পায় ১৭১ রান দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৩ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।  সব মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ৩৯৪ রান।  জিতার জন্য ক্যারিবীয়দের করতে হবে ৩৯৫রান যেটা চতর্থ ইনিংসে বড়ই কঠিন। 

 প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছে টাইগার অধিনায়ক মুমিনুল হক। যেটা তার টেস্ট ক্যারিয়ারের ১০ সেঞ্চুরি। বাংলাদেশের যে কোন প্লেয়ারের দিক দিয়ে  টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা বেশি।  তার পরেই আছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার সেঞ্চুরির সংখ্যা ৯।

দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করেন মুমিনুল হক। তিনি ১৮২ বলে ১১৫ রান করে গ্যাব্রিয়েলের বলে রোচের হাতে ক্যাচ দিয়ে ফেরেন । লিটন দাস করেন ১১২ বলে ৬৯ রান।  বল হাতে উইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন কর্নওয়াল ও ওয়ারিক্যান। দুটি উইকেট পান পেসার গ্যাব্রিয়েল।