জয়ের জন্য টাইগারদের দরকার ৭ উইকেট

জয়ের জন্য টাইগারদের দরকার ৭ উইকেট

জয়ের জন্য টাইগারদের দরকার ৭ উইকেট- সংগৃহীত ছবি

চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। রবিবার (০৭ ফেব্রুয়ারি) ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৮৫ রান। জিততে হলে বাংলাদেশের দরকার ৭ উইকেট। সব মিলিয়ে এই ম্যাচ বাংলাদেশ জিততে চলেছে, তা বলাই যায়। কারণ লক্ষ্য স্পর্শ করা ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন।

প্রথম ইনিংসে বাংলাদেশ সব উইকেট হারিয়ে করেছিল ৪৩০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে রান সব উইকেট হারিয়ে তোলে ২৫৯। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৩ রানে ইনিংস ডিক্লিয়ার করে বাংলাদেশ। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৩৯৫ রান। এ লক্ষ্যে খেলতে নেমে শনিবার চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে ৩ উইকেটে ১১০ রান। শেষ দিনে জয়ের জন্য তাদের দরকার ২৮৫ রান।

শেষ বিকেলে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ সূচনা করেন দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্বেল। তবে শেষ পর্যন্ত এই জুটি বিচ্ছিন্ন করেন মেহেদী হাসান মিরাজ। জন ক্যাম্বেলকে ফাদে ফেলেন এলবিডব্লিউর। ৩৯ রানে পড়ে প্রথম উইকেট। ২৩ রানে ফেরেন ক্যাম্বেল। দিনের বাকি দুটি উইকেটও বগল দাবা করেন প্রথম টেস্টে আলোচিত মেহেদী হাসান মিরাজ।