যশোরে প্রথম টিকা নিলেন এমপি কাজী নাবিল

যশোরে প্রথম টিকা নিলেন এমপি কাজী নাবিল

ছবি : প্রতিনিধি

যশোরে করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বেলা পৌনে ১২টায় যশোর সদর হাসপাতাল কম্পাউন্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যার সাইফুজ্জামান পিকুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ চিকিৎসক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে হাসপাতালের টিকা প্রদান কেন্দ্রে প্রথম টিকা গ্রহণ করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এরপর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ আবু শাহীন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়, প্রেসক্লাব সভাপতি সহ সরকারি কর্মকর্তা, কর্মচারি, চিকিৎসক ও সেবিকারা টিকা গ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৫ হাজার ৪৭১ জন নিবন্ধন করেছেন। ১২টি কেন্দ্রে ৩৩টি মেডিকেল টিমের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম চলছে। আজ ৮৪২ জনকে এ টিকা দেওয়া হবে।

এদিকে নিবন্ধনের মাধ্যমে সকলকে টিকা নেওয়ার আহবান জানান যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান।সিভিল সার্জন জানান, গতকাল পর্যন্ত ৫ হাজার ৪শ’ ৭১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ১২টি কেন্দ্রে ৩৩টি মেডিকেল টিম টিকা প্রদান করছে। আজ ৮৪২জনকে টিকা প্রদানের প্রস্তুতি রয়েছে।

সেনাবাহিনীতেও টিকা কার্যক্রমের উদ্বোধন

এছাড়া যশোর সেনানিবাসে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে যশোর সেনানিবাস হাসপাতালে (সিএমএইচ) টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মাদ নুরুল আনোয়ার। প্রথমদিন ৫০জন সেনা সদস্যকে টিকা প্রদান করা হচ্ছে। প্রথম পর্যায়ে এ সেনানিবাসের ১২ হাজার ৮২১জন সেনা সদস্য ও কর্মকর্তাকে টিকা প্রদান করা হবে।