প্রথম টেস্টে ভারতে লজ্জাজনক হার

প্রথম টেস্টে ভারতে লজ্জাজনক হার

সফরকারি ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ২২৭ রানের বিশাল ব্যাবধানে শোচনীয়ভাবে হারল স্বাগতিক ভারত

সফরকারি ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ২২৭ রানের বিশাল ব্যাবধানে শোচনীয়ভাবে হেরে গেছে  স্বাগতিক ভারত। চেন্নাইতে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে আজ ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অল আউট হয়ে যায়। ফলে ইংল্যান্ড খুব সহজে তাদের জয়ের বন্দরে পৌছে যায়।

ইংলান্ডের দেওয়া  প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ৪২০ রানের টার্গেট তাড়া করেতে নামে ভারত যেটা টপকানো বড়ই কঠিন তবে ভারতে চাইলে পারতো টেস্টটা ড্র করতে । কিন্তুর ড্রয়ের পরিবর্তে ভারত ডুবলো লজ্জাজনক হারে।

চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৩৯ রান করা  ভারত আজ প্রথম টেস্টের শেষ দিনে ভালোই খেলা শুরু করেছিল।  কিন্তু ইংলিশ পেচার জেমস অ্যান্ডারসন আর জ্যাক লিচের তাণ্ডবে বলতে গেলে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানেরা। যার ফলে ভারত তাদের টপ অর্ডারের ৫টি উইকেট হারায় মাত্র ১১০রানের মাথায়  তবে এর মধ্যেও প্রতিরোধ গড়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৭২ রান করেছিলেন।  তার বিদয়ের পর ভারত হার নিশ্চিত হয়ে যায়।