ইবিতে ‘খোলাফায়ে রাশেদীনের শাসনামলের বৈশিষ্ট্য’ শীর্ষক সেমিনার

ইবিতে ‘খোলাফায়ে রাশেদীনের শাসনামলের বৈশিষ্ট্য’ শীর্ষক সেমিনার

ছবি : প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘খোলাফায়ে রাশেদীনের শাসনামলের বৈশিষ্ট্য’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে ২০১২-১৩ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক মুহাম্মদ আব্দুল জব্বার খান তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আকতার হোসেনের তত্ত্বাবধানে ‘খোলাফায়ে রাশেদীনের শাসনামলে মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার’ শিরোনামে পিএইচডি গবেষণা করছেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বিভাগের অধ্যাপক ড. মো. ময়নুল হক ও অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলাম।

এছাড়াও আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সিকান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা প্রবন্ধের উপর উন্মুক্ত আলোচনা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের অ্যধাপক ড. মুহাম্মদ অলি উল্লাহ।

সেমিনারে বক্তারা খোলাফায়ে রাশেদীনের জীবনযাপন, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, নির্বাচনসহ শাসনামলের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোচনা করেন।