সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত

ছবি : সংগৃহীত

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। আগের দিন বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর বুধবার মিয়ানমারের বিভিন্ন শহরে টানা পঞ্চমদিনের মতো সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

রাজধানী নেপিডোতে মঙ্গলবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলির সাথে সাথে রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এসময় পুলিশে সাথে সংঘর্ষে চার বিক্ষোভকারী আহত হন। আহতদের দুই জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে একজন নারী। আহত ওই নারীর অবস্থা সঙ্কটজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নেপিডোতে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হলে তারা অস্বীকার করলে পুলিশ জলকামান ছোঁড়ে।পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহারের আগে ফাঁকা গুলি ছুঁড়ে সতর্ক করে পুলিশ।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বার্মিজ বিভাগের কাছে পরিচয় প্রকাশ না করে নেপিডোর এক হাসপাতালের চিকিৎসক জানান, বিক্ষোভকারীদের দমাতে পুলিশ ধাতব গুলি ব্যবহার করেছে বলে মনে হচ্ছে।ওই চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসা আহত নারী বিক্ষোভকারী মাথায় ও অপর পুরুষ বিক্ষোভকারী বুকে আঘাত পেয়েছেন। আহত নারীকে বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহত নারী বিক্ষোভকারী মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া ধাতব গুলির আঘাতে তার ডান কান ছিন্ন হয়েছে।

মঙ্গলবারের এই সংঘর্ষের পরেও সামরিক শাসন প্রত্যাহারের দাবিতে বুধবার নেপিডোর রাস্তায় আবার নেমেছেন বিক্ষোভকারীরা। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবিরা এই বিক্ষোভে সংহতি জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, থাইল্যান্ড সংলগ্ন মিয়ানমারের দক্ষিণ-পূর্বের কায়াহ প্রদেশে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে সংহতি প্রকাশ করে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সাথে অংশ নিয়েছেন। এ সময় তারা সেনা অভ্যুত্থানবিরোধী তিন আঙ্গুলের প্রতিবাদী প্রতীক উঁচিয়ে বিক্ষোভকারীদের সাথে সংহতি প্রকাশ করেন।

এরই মধ্যে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জানিয়েছে, সামরিক বাহিনী মঙ্গলবার রাতে ইয়াঙ্গুনে অবস্থিত দলটির সদর দফতরে অভিযান চালিয়েছে।এনএলডি তাদের ফেসবুক পাতায় এক বিবৃতিতে জানায়, ‘সামরিক স্বৈরাচার রাত সাড়ে ৯টার দিকে এনএলডি সদর দফতরে তল্লাশি ও তছনছ করেছে।’তবে দলীয় কোনো নেতাকর্মী এসময় কার্যালয়ে ছিলেন না বলে জানানো হয়।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী, তাতমাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে শনিবার থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সূত্র : আলজাজিরা, বিবিসি