প্রথম টেস্টের জয়ের নায়ক মায়ার্স ফিরলেন ৫ রানে

প্রথম টেস্টের জয়ের নায়ক মায়ার্স ফিরলেন ৫ রানে

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের প্রথম টেস্টের জয়ের নায়ক  ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মায়ার্স আজকে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ফিরলেন মাত্র ৫ রানে।  অভিষেকেই ডাবল সেঞ্চুরি। রেকর্ড ওলট পালট ইনিংসে দলকে উপহার দিয়েছিলেন রূপকথার জয়।

প্রথম টেস্টে ২১০ রানে অপরাজিত ছিলেন তিনি। বল খেলেছিলেন ৩১০। বিশ চার ও সাতটি চারে সাজানো মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। আজ আর তা হয়ে ওঠেনি। ১৮ বলে ৫ রান করে আবু জায়েদ রাহির শিকারে পরিণত হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ এনেছে তিনটি পরিবর্তন। চোটের জন্য ছিটকে যাওয়া ওপেনার সাদমান ইসলামের জায়গায় এসেছেন সৌম্য সরকার। ঊরুর চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের জায়গায় এসেছেন মোহাম্মদ মিঠুন।

বাড়তি পেসারের আভাস দিলেও কার্যত তা দেখা যায়নি। দ্বিতীয় ইনিংসে বাজে বোলিংয়ের কারণে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন টেস্টে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সফলতম পেসার আবু জায়েদ চৌধুরি।

ওয়েস্ট ইন্ডিজ দলে এনেছে একটি পরিবর্তন। পেসার কেমার রোচের পরিবর্তে দলে ফিরেছেন তরুণ পেসার আলজারি জোসেফ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, শায়েস মোসলে, এনক্রুমা বোনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্লাকউড, যশুয়া দা সিলভা, রাহকিম কর্নওয়েল, আলজারি জোসেফ জমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল।