ইংরেজিতে দক্ষতার সঙ্গে কথা বলার জন্য আবু ইউসুফের লেখা ‘পসপোর্ট টু স্মার্ট স্পোকেন ইংলিশ প্রেজেন্টেশন’ বই বাজারে

ইংরেজিতে দক্ষতার সঙ্গে কথা বলার জন্য আবু ইউসুফের লেখা ‘পসপোর্ট টু স্মার্ট স্পোকেন ইংলিশ প্রেজেন্টেশন’ বই বাজারে

ইংরেজিতে দক্ষতার সঙ্গে কথা বলার জন্য আবু ইউসুফের লেখা ‘পসপোর্ট টু স্মার্ট স্পোকেন ইংলিশ প্রেজেন্টেশন’ বই বাজারে

ইংরেজিতে দক্ষতার সাথে কথা বলা এবং উপস্থাপনা শিখতে বহুপ্রতীক্ষিত মো. আবু ইউসুফের লেখা ‘পাসপোর্ট টু স্মার্ট স্পোকেন ইংলিশ প্রেজেন্টেশন’ বই এখন বাজারে পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাপী যোগাযোগের প্রধানতম গ্লোবাল ভাষা হলো ইংরেজি। তাই ইংরেজি ভাষায় দক্ষতার সঙ্গে কথা বলা এবং উপস্থাপনার জন্য এ বইটি পরীক্ষিত। ২০০৪ থেকে ২০২০ সাল ১৬ বছর ধরে লৌডস্টার ইনস্টিটিউটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ অসংখ্য শিক্ষার্থীকে ইংরেজিতে কথা বলায় এবং উপস্থাপনায় পারদর্শী করে গড়ে তোলা হয়েছে যে ম্যাটারিয়ালস দিয়ে, তা-ই বই আকারে এখন বাজারে।

বইটি কাদের জন্য : স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এডাল্ট লার্নার্স এবং ইংরেজি ভাষা শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের জন্য। এছাড়াও যে কোনো বয়স ও পেশার মানুষ বইটি পড়ে উপকৃত হবেন। বিশেষত যারা আইইএলাটিএস (IELTS)করছেন কিংবা পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশনে দক্ষতা অর্জন করতে আগ্রহী।

আলোচ্য বিষয় : বইটি ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট ও এডভান্স- এ তিনটি স্তরে ছয়টি মডিউলসে সাজানো। যেমন-বেসিক ইংলিশ, ফ্লুয়েন্সি ইন ইএফএল (ইংলিশ এজ এ ফরেইন ল্যাঙ্গুয়েজ) স্পিকিং, কমিউনিকেটিভ গ্রামার, কারেক্ট প্রনাউনসিয়েশন, আর্ট অব পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, মডার্ন ইংলিশ ভোকাবুলারিস অ্যান্ড এক্সপ্রেশনস।

বইটি প্রকাশ করেছে লৌডস্টার পাবলিকেশনস। বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইংরেজি ভাষায় বিতার্কিক, পাবলিক স্পিকার ও জনপ্রিয় ইংরেজি শিক্ষক ও লৌডস্টার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে ইসলামিক ব্যাংকিং ডিভিশনে জেএভিপি হিসেবে কর্মরত মো. আবু ইউসুফ। বইটি পাওয়া যাবে রকমারি ডটকমে। এছাড়াও যোগাযোগ করতে পারেন লৌডস্টার পাবলিকেশন্স হোয়াটসঅ্যাপ-০১৯৭৬২৪৫৪৩১। সংবাদ বিজ্ঞপ্তি।