ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১২ জন নিহত

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১২ জন নিহত

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। - ছবি : এনডিটিভি

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল কারখানার ছাদ, ভেঙে পড়েছে দেওয়াল। বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও প্রায় ৩৬ জন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলার সাথুরে এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী। পুলিশের প্রাথমিক অনুমান, আতশবাজি বানানোর জন্য কারখানায় প্রচুর দাহ্য বস্তু ও কেমিক্যাল রাখা ছিল। কোনো রাসায়নিক বিক্রিয়ার কারণে এই বিস্ফোরণ। তীব্রতা এতটাই ছিল যে কারখানাটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করা হয়েছে।

ঘটনায় মৃতদের উদ্দেশে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক রাহুল গান্ধীও দুর্ঘটনায় মৃতদের উদ্দেশে শোক প্রকাশ করেছেন। তিনি পালানিস্বামী সরকারের কাছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সবরকম জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি