টেস্টে মিরাজের দ্রুততম শত উইকেট

টেস্টে মিরাজের দ্রুততম শত উইকেট

টেস্টে বাংলাদেশের দ্রুততম উইকেট সেঞ্চুরিয়ান হলেন মেহেদী হাসান মিরাজ - ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে দ্রুততম শত উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন মেহেদী মিরাজ। শনিবার ওয়েস্ট ইন্ডিজের মোজলিকে আউট করার মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পেলেন তিনি।

এর আগে উইকেটের সেঞ্চুরি করেছেন মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। তবে মিরাজ সবচেয়ে কম ম্যাচ খেলে পেলেন ১০০ উইকেটের দেখা।

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে বল হাতে মিরাজ পেয়েছিলেন এক উইকেট। আউট করেছিলেন বনারকে। উইকেট সংখ্যা ছিল তখন ৯৯। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের মোজলিকে আউট করার মাধ্যমে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ২৪ ম্যাচে ৪১ ইনিংসে মিরাজের প্রাপ্তি এমন সাফল্য। যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম।

বাংলাদেশের হয়ে টেস্টে উইকেট প্রাপ্তিতে প্রথম সেঞ্চুরিয়ান মোহাম্মদ রফিক ২০০৮ সালে ৩৩তম ম্যাচ তুলেনে ১০০ তম উইকেট। সাকিব আল হাসানের ১০০ তম উইকেট নিতে সময় নেন ২৮ ম্যাচ। আর তাইজুল খেলেন ২৫ ম্যাচ। যার ফলে দ্রুততম বাংলাদেশী ১০০ তম উইকেট নিয়ে রেকর্ড গড়লেন মিরাজ। তার এ সফল্য পেতে খেলেছেন ২৪ ম্যাচ।