কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন গান্ধীর নাতনি

কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন গান্ধীর নাতনি

ছবি : সংগৃহীত

ভারতের কৃষকদের আন্দোলনের সমর্থনে এগিয়ে এলেন মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী ভট্টাচার্য। গতকাল শনিবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তবর্তী গাজিপুরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তিনি। 

জানা গেছে, ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েতকে পাশে নিয়ে আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা গান্ধী ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কৃষকদের কল্যাণের ওপর দেশের কল্যাণ টিকে রয়েছে।

তিনি আরো বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হয়ে সেখানে যাননি। সারা জীবন যারা সবার মুখে অন্ন যুগিয়েছেন, সেই কৃষকদের জন্য গেছেন। 

তিনি আরো বলেন, আমার একটাই দাবি, যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা যেন কৃষকদের স্বার্থের বিরুদ্ধে না যায়। কৃষকরা কী পরিমাণ পরিশ্রম করেন, তা কারও সবার জানা। কৃষকদের কল্যাণের ওপরই দেশের কল্যাণ এবং আমাদের সকলের কল্যাণ নির্ভর করছে।

সূত্র: এবিপি