প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে জয়ের সেঞ্চুরি করলো পাকিস্তান

প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে জয়ের সেঞ্চুরি করলো পাকিস্তান

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টিতে জয়ের সেঞ্চুরি করলো পাকিস্তান

ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ তম ম্যাচ জিতলো পাকিস্তান।  রোববার সফরকারি দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারিয়ে এ রেকর্ড গড়ে পাকিস্তান।

পাকিস্তানের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের। পুরুষ দল হিসেবে প্রথম জয়ের সেঞ্চুরি পাকিস্তান।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ জয় রয়েছে ভারতের। এছাড়া পঞ্চাশের বেশি জয় রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭১), অস্ট্রেলিয়া (৬৯), নিউজিল্যান্ড (৬৫), ইংল্যান্ড (৬৪), শ্রীলঙ্কা (৫৯), আফগানিস্তান (৫৫) ও ওয়েস্ট ইন্ডিজের (৫৪)। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দল ৯৬টি ম্যাচ খেলে জিতেছে ৩২টিতে।

রেকর্ড গড়ার ম্যাচে রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যট করতে নেমে  ডেভিড মিলারের ঝড়ো ৮৫ রানের ইনিংসের সুবাধে ১৬৪ রান করে প্রোটিয়া ।  জবাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ৬ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা। সিরিজসেরা হয়েছেন পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান।   

এ জয়ের মাধ্যমে প্রোটিয়োদের বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাবরবাহিনী।