ঘরে বসে কমিটি দিলে আওয়ামী লীগ চলবে না: কাদের

ঘরে বসে কমিটি দিলে আওয়ামী লীগ চলবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঘরে বসে কমিটি দিলে আওয়ামী লীগ চলবে না। দলের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকেতে হবে।  আর কোন অপকর্মকারীর ঠাঁই আওয়ামী লীগে হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের।   তিনি বলেন,দল করতে হলে দলের  শৃঙ্খলা মেনে চলতে হবে।

আজ সোমবা(১৫ফেব্ররুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি বিএনপির প্রহসনের জাতীয় নির্বাচনের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশ বিরোধী প্রচারণায় লিপ্ত হয়েছে। দেশ বিরোধী বা মুক্তিযুদ্ধবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। সরকার বিরোধিতার নামে বিএনপি অনবরত মিথ্যাচার করছে। বিএনপি ১৯৯৬ সালে প্রহসনের নির্বাচন করেছিল।  সেই প্রহসনের নির্বাচন দেশের নির্বাচনী ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।’

বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘বিএনপি দিনের আলোতে রাতের আঁধার দেখতে পাই, তাই তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল জনগণের কাছে আওয়ামী লীগের অঙ্গীকার। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।’