গুচ্ছ পদ্ধতিতে সিলেকশন বাতিলের দাবি ভর্তিচ্ছুদের

গুচ্ছ পদ্ধতিতে সিলেকশন বাতিলের দাবি ভর্তিচ্ছুদের

ছবি : প্রতিনিধি

গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখা ও সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে অর্ধবেলা অবস্থান কর্মসূচী পালন করছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টা থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যানারে  এ কর্মসূচী পালন করেন তাঁরা। পরে বিশ্বদ্যিালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহের দুঃখী মাহমুদ কলেজ, রাজশাহীর বরেন্দ্র কলেজ, কুষ্টিয়া ইসলামীয়া কলেজ, ঝিনাইদহের কেসি কলেজসহ বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা ‘বিভাগ পরিবর্তন ইউনিট চাই’, ‘গুচ্ছ সিলেকশন বাতিল চাই’ লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে  ।শিক্ষার্থীদের দাবি, গুচ্ছ প্রক্রিয়ায় সিলেকশন পদ্ধতিতে দেশের অধিাকাংশ শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার অধিকার থেকে

বঞ্চিত করা হচ্ছে। এ ছাড়াও যারা দীর্ঘদিন থেকে বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলেছে। তাঁরা বলেন, সব শিক্ষার্থীরই সরকারী বিশ্বদ্যিালয়ে উচ্চ শিক্ষা নেওয়ার অধিকার রয়েছে। চান্স পাওয়া পরের বিষয় ।আমরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা যাচাইয়ের সুযোগ চাই।

শিক্ষার্থীরা আরোও বলেন, যে সময় আমাদের পড়ার টেবিলে থাকার কথা সে সময় আমাদেরকে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়েছে। পরীক্ষা দেওয়ার কথা প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর,  সেখানে মাত্র চার লাখ সুযোগ পাচ্ছি। এটা সত্যিই হতাশাজনক। আশা করি ভর্তি পরীক্ষা কমিটি এমন হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসবে। এ সময় দাবি আদায়ে আগামীতে আমরণ অনশনের যাওয়ার হুমকি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কর্মসূচী শেষে একই দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি দিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।