আইপিলের জন্য ছুটি চেয়েছেন সাকিব, খেলবেননা শ্রীলঙ্কা টেস্ট

আইপিলের জন্য ছুটি চেয়েছেন সাকিব, খেলবেননা শ্রীলঙ্কা টেস্ট

আইপিলের জন্য ছুটি চেয়েছেন সাকিব, খেলবেননা শ্রীলঙ্কা টেস্ট -সংগৃহীত ছবি

গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হওয়া নিলামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। আইপিএল খেলার জন্য এপ্রিলের মাঝামাঝি সময় শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের দলে থাকবেন না টাইগার অলরাউন্ডার। আগামী এপ্রিল-মে মাসে আইপিএলের ১৪তম আসরে কলকাতার হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। 

আগামী এপ্রিলে যখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল ঠিক তখন সাকিব খেলবেন আইপিএলে। আইপিএল চলাকালীন দেশের হয়ে টেস্ট খেলতে ইচ্ছুক নন বাংলাদেশের এই অলরাউন্ডার। টেস্ট সিরিজ থেকে ছুটিও চেয়েছেন তিনি। আলোচনা সাপেক্ষে সাকিবের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সে সময় আইপিএল খেলতে যেতে চান সাকিব। এজন্য লঙ্কা সফরের স্কোয়াডে তাকে বিবেচনা না করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

সাকিবের সেই আবেদন মঞ্জুর করেছে বিসিবি। আইপিএলের জন্য ছুটি দেয়া হয়েছে তাকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘তিনি (সাকিব) আমাদেরকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে একটি চিঠি দিয়েছেন। কারণ, তিনি আইপিএল খেলতে চান। আমরা তাকে অনুমতি দিয়ে দিয়েছি। কারণ, যার খেলার ইচ্ছা নেই তাকে পুশ করার কোনো অর্থ নেই।’