বাসের টিকিট করতে গিয়ে ইবি শিক্ষার্থী লাঞ্ছিত

বাসের টিকিট করতে গিয়ে ইবি শিক্ষার্থী লাঞ্ছিত

বাসের টিকিট করতে গিয়ে ইবি শিক্ষার্থী লাঞ্ছিত

বাসের জন্য টিকিট করতে গিয়ে কাউন্টারের লোক কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ঝিনাইদহে তুহিন পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম রাসেল মুরাদ। সে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

রাসেল মুরাদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, 'আমি ঝিনাইদহ থেকে ফরিদপুর যাওয়ার জন্য ঝিনাইদহে তুহিন পরিবহনের কাউন্টারে টিকিট করতে যাই। এসময় দরকষাকষি করে কিছু টাকা কম দিতে গেলে কাউন্টারে থাকা ব্যক্তি আমাকে চিটার বাটপারসহ উল্টাপাল্টা কথা বলতে শুরু করে যে, এরা ধান্ধাবাজ, টিকেট করতে এলে গাড়িতে উঠতে গেলে এরকম চিটারি বাটপারি করে।'

মুরাদ বলেন, 'আমি তখন কাউন্টারের ওই লোককে বলি  আপনি পারলে টিকেট দিবেন আর না পারলে না দিবেন কিন্তু চিটার বলবেন কেন? এ কথা বলার পর এক পর্যায়ে ওই ব্যক্তি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইতোমধ্যে গাড়ি চলে এলে লোকজন দুজনকেই থামিয়ে দিয়ে আমাকে গাড়িতে তুলে দেয়। কিন্তু গাড়িতে উঠতে যাওয়ার সময়ও ওই লোক তুই তুকারি করে রাগ দেখাচ্ছিলো। টিকেট করতে গিয়ে এভাবে হেনস্থা ও লাঞ্ছিত হওয়া খুবই কষ্টের। পরিবহনের লোকজন শিক্ষার্থী পরিচয় দিলেও আমাদেরকে কোন মূল্যই দেয়না। তারা প্রতিনিয়ত শিক্ষার্থীসহ সবার সাথে বাজে ব্যাবহার করেই যাচ্ছে। এই অবস্থার অবসান হওয়া দরকার।'