সবাইকে ধৈর্য ধরে অপেক্ষার পরামর্শ দিলেন সিরাম ইনস্টিটিউটের সিইও

সবাইকে ধৈর্য ধরে অপেক্ষার পরামর্শ দিলেন সিরাম ইনস্টিটিউটের সিইও

আদর পুনওয়ালা

বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট তাদের করোনার ভ্যাকসিন সরবরাহের বিষয়ে অন্যান্য দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছে, তাদেরকে তাদের নিজস্ব বাজারকে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সিরাম প্রধান আদর পুনওয়ালা রোববার টুইট করে সব দেশকে ধৈর্য ধরে অপেক্ষার কথা বলেছেন।

তিনি আরো জানান, সিরাম ইনস্টিটিউটকে তাদের বিশাল বাজার বিষয়ে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা এবং সেইসাথে বিশ্বের অন্যান্য দেশের প্রয়োজনীয়তার ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।ভারতের পশ্চিমাঞ্চলে পুনের বিশাল কারখানায় সিরাম অক্সফোর্ড ভ্যাকসিনের কোটি কোটি ডোজ উৎপাদন করছে।

বিশ্বের বহু বিশেষ করে দরিদ্র দেশগুলো ভ্যাকসিনের জন্য ব্যাপকভাবে সিরামের উপর নির্ভর করছে। ইতোমধ্যে এ ইনস্টিটিউট বিদেশে লাখ লাখ ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করেছে।

এছাড়া দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে সিরাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত কোভ্যাক্সকে ২০ কোটি ডোজ সরবরাহ করার পরিকল্পনা করেছে।তবে পুনাওয়ালা বলেননি কে তাদের নির্দেশনা দিয়েছে এবং এই নির্দেশনা নতুন কিনা।

সূত্র : বাসস