১৭ মে'র আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

১৭ মে'র আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য(ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান।

১৭ মে’র আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলছে না বলে জানিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য(ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান।   সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হল খোলা হবে।  একইসঙ্গে যেসব বিভাগে পরীক্ষা চলমান তা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। তবে নতুন করে কোন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না।

আজ মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, হলে ওঠার প্রস্তুতি নিতে দুই সপ্তাহ সময় লাগে। সেজন্য অনুষদ ও বিভাগ সমন্বয় করে ১৭ মে’র দুই সপ্তাহ পর থেকে এ কার্যক্রম চলবে। আগে ১৩ মার্চ পর্যন্ত যে রুটিন ছিল তা আর থাকছে না। অ্যাকাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। ১৩ মার্চকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলোর ঘোষণা ছিল, সেগুলো থাকবে না। এগুলো স্থগিত করা হলো।

এছাড়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও যৌক্তিক কারণে হল খোলার বিষয়ে সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীরা সম্মান প্রদর্শন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।