ইবির সদ্য বিদায়ী উপ-উপাচার্যকে সংবর্ধনা

ইবির সদ্য বিদায়ী উপ-উপাচার্যকে সংবর্ধনা

ইবির সদ্য বিদায়ী উপ-উপাচার্যকে সংবর্ধনা -

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য পদে টানা দুই মেয়াদে আট বছর দায়িত্বপালন শেষে আবারো ইংরেজি বিভাগে যোগদান করেছেন অধ্যাপক ড. শাহিনুর রহমান। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) তাঁকে বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় সফলতার সাথে দায়িত্বপালন করায় তাঁকে সংবর্ধনা দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান তাঁকে বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট পদান করেন। এরপর শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান। 

অনুষ্ঠানে নিজ বিভাগে ফেরার অনুভূতি জানিয়ে ড. শাহিনুর রহমান বলেন, শিক্ষার্থীরাই আমার সবচেয়ে স্বাচ্ছ্যন্দের জায়গা। আমি আবারোও তাঁদের মাঝে ফিরে আসতে পেরে আনন্দিত। আজ নিজেকে অনেক চাপমুক্ত বোধ করছি। ইংরেজি বিভাগ আমার মায়ের মতো। আমি আমার মায়ের কোলে ফিরে এসেছি। সংবর্ধনা প্রদান করায় আমি ইংরেজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান অতিথির বক্তবে উপাচার্য বলেন, কোথাও থেকে সন্তান মায়ের কোলে ফিরে এলে মা যেমন আনন্দে খুশী হয়, অধ্যাপক ড. শাহিনুর রহমানের ক্ষেত্রে তেমনটিই হয়েছে। তিনি যেন বিভাগে তাঁর মায়ের কোলে ফিরে এসেছেন। শিক্ষার্থীদের মাঝে তাঁর শিক্ষকতা জীবনের সমৃদ্ধি কামনা করি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসেনের স ালনায় সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড.শাহাদাৎ হোসেন আজাদ বক্তব্য রাখেন। 

এ ছাড়াও টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম রুহুল কুদ্দুস সালেহ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন,পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাজ্জাদ হোসেন, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

প্রসঙ্গত, ড. শাহিনুর রহমান ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পান। পরে প্রথমবার দায়িত্ব পালন শেষে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি তাঁকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়া হয়।