পরীক্ষার দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পরীক্ষার দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড়ে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান করে সড়ক অবরোধ করে অছে শিক্ষার্থীরা। যার ফলে নীলক্ষেত দিয়ে যাতায়াত কারী সকল যান চলাচল বন্ধ আছে।

 আজ বুধবার (২৪ফেব্ররুয়ারি) সকাল ৯ থেকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান করেন।

আন্দোলরত ঢাকা কলেজের এক ছাত্র বলেন, ‘একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে আমরা সেশনজটে পড়েছি। এর মধ্যে করোনা মহামারি আমাদের এক বছর পিছিয়ে দিয়েছে। সম্প্রতি পরীক্ষা শুরু হয়েছে এবং কোনো কোনো কলেজে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে, এর মধ্যেই আবার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। আমরা এমন অবিবেচনাপূর্ণ সিদ্ধান্ত মানি না।’

শিক্ষার্থীরা বলছেন, আমাদের  দাবি একটাই চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে। একই দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এর আগে সন্ধ্যায় সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার এক দিন পর মঙ্গলবার এ সিদ্ধান্ত আসে।