মিয়ানমারের সামারিক অভ্যুথান, অসাংবিধানিক ও মানবতবিরোধী : রাষ্ট্রদূত

মিয়ানমারের সামারিক অভ্যুথান, অসাংবিধানিক ও মানবতবিরোধী : রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত ক্যাও মোয়ে

জাতিসঙ্ঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, তিনি ক্ষমতাচ্যুত নেত্রী আং সান সু চির দল দি লীগ ফর ডেমোক্রেসি দলের প্রতিনিধিত্ব করেন, সামরিক সরকারের নয়। তিনি বৈধ ও নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসাবে, সারা বিশ্বকে জানাতে চান যে মিয়ানমারের সামরিক অভ্যুথান অসাংবিধানিক এবং বিশ্ব যাকে মেনে নেয়নি।

রাষ্ট্রদূত ক্যাও মোয়ে তুন বলেন, আমরা আগেকার দিনে ফিরে যেতে চাই না। মিয়ানমারের জনগণ প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে একথাই জানিয়েছেন। রাষ্ট্রদূত তুন, বহু দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীর দোষারোপ করেন। তিনি বলেন, যারা অবর্ণনীয় ও সহিংস পন্থায় জাতিগোষ্ঠী সংঘ্যালঘুর বিরুদ্ধে হামলা চালিয়েছে, তারা মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের মতো অপরাধ করেছেন।

তিনি সামরিক সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে, তাদের স্বীকৃতি না দিতে এবং সহযোগিতা না করার জন্য বিশ্ব সমাজের প্রতি আবেদন জানিয়েছেন।
সূত্র : ভোয়া