ইবিতে স্থগিত পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ

ইবিতে স্থগিত পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তরের স্থগিত হওয়া পরীক্ষা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার ক্যাম্পাসে এসব কর্মসূচী পালন করেন তাঁরা। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বেলা ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের নিচে অবস্থান কর্মসূচী পালন করেন। পরে শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কীসের ভয়?’, ‘বসার কথা পরীক্ষার হলে, বসতে হচ্ছে রাজপথে’, ‘খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল?’, ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁরা বলেন, ‘পরীক্ষা নেওয়ার কথা বলে ডেকে এনে এখন হুট করে পরীক্ষা স্থগিত করা হলো। আমরা এ প্রহসন মানি না। দেশের সব কিছুই স্বাভাবিকভাবে চলছে শুধু পরীক্ষাই স্থগিত। রাজধানীর সাত কলেজের পরীক্ষা যদি চলতে পারে আমাদের নয় কেন? আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কর্তৃপক্ষের কাছে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, করোনায় দীর্ঘ ছুটির পর গত বছরের ২২ ডিসেম্বর একাডেমিক কমিটির সভায় আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসেন। এরপর গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রনালয়ের সিদ্ধান্তে চলমান সব ধরণের পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।