কোভিড-১৯ এক-দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে : বিশেষজ্ঞ

কোভিড-১৯ এক-দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে : বিশেষজ্ঞ

ছবি : প্রতীকী

করোনাভাইরাস সংক্রমণ এক অথবা দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে। রাশিয়ার সেন্ট্রাল সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব ইপিডেমিওলোজি নাতালয়া সেশিনিচনায়া’র ক্লিনিক্যাল এন্ড এনালিটিক্যাল ওয়ার্ক উপপ্রধান বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন।

ইনস্টিটিউটের এই নারী গবেষক বলেন, ‘সম্ভবত আগামী এক থেকে দুই বছরের মধ্যে এটি মৌসুমি রোগে পরিণত হবে। ইতোমধ্যেই এটির মৌসুমি অসুস্থতার ইঙ্গিতগুলো প্রকাশ পেতে শুরু করেছে। সংক্রমণ হ্রাস পাওয়া তার প্রমাণ হতে পারে।’

ইনস্টিটিউট বিশেষজ্ঞদের মতে, মৌসুমি রোগ সাধারণত শরৎ এবং বসন্তকালে ছড়ায়, ফলে বছরের এই সময়ে কোভিড ১৯ সংক্রমণ বাড়তে পারে।
সূত্র : বাসস