দেশে গত ২৪ ঘন্টায় টিকা নিয়েছেন ১ লাখ ১৪ হাজার

দেশে গত ২৪ ঘন্টায় টিকা নিয়েছেন ১ লাখ ১৪ হাজার

দেশে গত ২৪ ঘন্টায় টিকা নিয়েছেন ১ লাখ ১৪ হাজার -ফাইল ছবি

দেশে গত ২৪ ঘন্টায় টিকা নিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন। এ নিয়ে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাড়ালো ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।

মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে আরও জানানো হয়এ পর্যন্ত ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ এবং নারী ৪৬ হাজার ১৪১ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ৯৪ হাজার ৫৩, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪২ হাজার ৮৯৮, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ২৬ হাজার ৬৯, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ২২৯, রংপুর বিভাগে ৩ লাখ ৩ হাজার ৭৮০, খুলনা বিভাগে ৪ লাখ ১৭ হাজার ৪৭৬, বরিশাল বিভাগে ১ লাখ ৫৬ হাজার ২৩৭ এবং সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ৭৩৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

মোট টিকা গ্রহণকারীদের মধ্যে ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন নারী রয়েছেন।