করোনায় মারা গেলেন সংগীত শিল্পী জানে আলম

করোনায় মারা গেলেন সংগীত শিল্পী জানে আলম

পপ সংগীতশিল্পী জানে আলম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেনে জনপ্রিয় পপ সংগীতশিল্পী জানে আলম।  মঙ্গলবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুর খবর নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল জানান, জানে আলম এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হন।  

শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে।  তার গানের শুরু স্বাধীনতার পরপরই। প্রথম অ্যালবাম ‘বনমালী’। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং আধ্যাত্মিক ধাঁচের গান করা তাঁর বৈশিষ্ট্য। তাঁর গাওয়া গানের সংখ্যা কয়েক হাজারের মতো। এ ছাড়া তাঁর লেখা, সুর এবং পরিচালনা করা গানের সংখ্যাও প্রচুর। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অসংখ্য স্টেজ শো করেছেন তিনি।

তার গাওয়া উল্যেখযোগ্যা গানের মধ্যে ‘একটি গন্ধমের লাগিয়া’, ‘ইশকুল খুইলাছে’, ‘বৈশাখে তোমার সাথে হইলো আমার পরিচয়’, দিঘির জলে ঢিল মারিলে জলতরঙ্গ হইয়া যায়’, ‘কালি ছাড়া কলমের মূল্য যে নাই অন্যতম।