সুইডেনে ছুরিকাঘাতে আহত ৭

সুইডেনে ছুরিকাঘাতে আহত ৭

ছবি : সংগৃহীত

সুইডেনে ছুরিকাঘাতের হামলার ঘটনায় সাতজন আহত হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ভেটলান্ডায় স্থানীয় সময় ৩ টায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে।

হামলার পর পুলিশের গুলিতে আহত হয়েছে ওই হামলাকারী। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী ব্যক্তির বয়স ২০ বছর। তিনি একটি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে হত্যা চেষ্টা হিসেবে ধরে নিলেও পরবর্তীতে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

হামলায় আহতদের স্থানীয় জনকোপিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনের অবস্থা গুরুতর। সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেই সাথে বলছেন, আমাদের নিরাপত্তা ব্যবস্থা দূর্বল।

সূত্র: বিবিসি