নভেম্বরে দেশে মুক্তি পাচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’

নভেম্বরে দেশে মুক্তি পাচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’

ফাইল ছবি

বিশ্বের প্রায় ২০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং সব ঠিক থাকলে আসছে নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম’র একটি সূত্র।

সিনেমাটিতে উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম আর বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সঙ্গে ঢাকার নিজস্ব সংস্কৃতিও ফুটে উঠেছে। এ সিনেমাতে অভিনয় করেছেন তিশা,ফজলুর রহমান বাবু, স্পশিয়া, ইরেশ যাকের,শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

সিনেমাটি নির্মাণ করেছেন মোট ১১ জন তরুণ পরিচালক। তারা হলেন, আবদুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী।