রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড

রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড

রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড- সংগৃহীত ছবি

রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম রাজশাহী নগরীর বাসিন্দা।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ-উন-নবী জানান, ২০১৮ সালের ১৪ মে ভোরে মেয়ের মা কাজে গেলে ঘুমন্ত মেয়েকে (১৪) ধর্ষণ করেন নজরুল। এ ঘটনা কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে নজরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

রায় ঘোষণার সময় আসামিকে আদালতের কাঠগড়ায় উপস্থিত করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। -বাসস