মোদি আসছেন আজ

মোদি আসছেন আজ

মোদি আসছেন আজ -

মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের সফরে আজ ঢাকা আসছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা উপহার হিসেবে নিয়ে আসছেন সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার ১২ লাখ ডোজ করোনা টিকা এবং জরুরি চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ শতাধিক অ্যাম্বুলেন্স।

কর্মসূচি অনুযায়ী নরেন্দ্র মোদিকে বহনকারী বিশেষ ফ্লাইট আজ শুক্রবার বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। ১৯ গান স্যালুট ও গার্ড অব অনার দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হবে। নরেন্দ্র মোদি এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে মধ্যাহ্নভোজের পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি যৌথভাবে বঙ্গবন্ধু-বাপু জাদুঘর উদ্বোধন করবেন।