ঢাকায় মোদি

ঢাকায় মোদি

ঢাকায় পৌঁছালেন নরেন্দ্র মোদি - ছবি : সংগৃহীত

দুইদিনের সরকারি সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণ মহামারী শুরুর পর প্রথম বিদেশ সফরে শুক্রবার ঢাকায় এলেন তিনি।

মোদি ভারতীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন এবং সকাল ১০টা ৪৮ মিনিটে ঢাকা এসে পৌঁছান। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে মোদিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ১৯টি গান স্যালুট ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

বিমান থেকে নামার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে স্বাগত জানান মোদিকে। এরপর প্রধানমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিনি বহিনীর প্রধানের সঙ্গে মোদিকে পরিচয় করিয়ে দেন। পরে মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন।

এরপর শেখ হাসিনা মোদিকে নিয়ে অস্থায়ী মঞ্চে যান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেন। ব্যান্ডদল দুই দেশের জাতীয় সংগীতের সুর তুলে নরেন্দ্র মোদিকে স্বাগত জানায়।