রক্তাক্ত মিয়ানমার : ৯০ বিক্ষোভকারী নিহত

রক্তাক্ত মিয়ানমার : ৯০ বিক্ষোভকারী নিহত

রক্তাক্ত মিয়ানমার : ৯০ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে দেশটির সেনাবাহিনীর সাথে জান্তা সরকার বিরোধীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিন সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ৯০ বিক্ষোভকারী।

এর আগে জান্তা সরকারের পক্ষ থেকে বিক্ষোভকারীদের গুলি করার হুঁশিয়ারি দেয়া হয়েছিল। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছিল, বিক্ষোভ দেখালে বিক্ষোভকারীদের ‘মাথা ও পেছনে’ গুলি করা হবে।এদিকে, রাজধানী নেপিদোতে সশস্ত্র বাহিনী দিবসের প্যারেডে জান্তাপ্রধান মিন অং হ্লাইং বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী দেশবাসী ও দেশের গণতন্ত্রকে রক্ষা করবে।

সংবাদমাধ্যম মিয়ানমার নাও তাদের এক প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর হাতে দেশজুড়ে ৯১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে।উল্লেখ্য, দেশটিতে গত ১ ফেব্রুয়ারি ঘটা সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে এর পর থেকেই বিক্ষোভ-আন্দোলন চলে আসছে।

সূত্র : রয়টার্স