রাজশাহীতে বিআরটিসির পরিত্যক্ত দুটি বাসে আগুন

রাজশাহীতে  বিআরটিসির পরিত্যক্ত  দুটি বাসে আগুন

ছবি : সংগৃহীত

রাজশাহীত  আমচত্বর ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রাখা বিআরটিসির দুটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।   আজ রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ওই আগুন পাশে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মো. আব্দুর রশিদ বলেন, ‘পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমাদের দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। একটি বাস পুরো পুড়ে গেছে। অপরটি আংশিক পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।