ভেড়ামারায় মূসক চালানবিহীন ৫ লাখ ৫১ হাজার টাকার পন্য জব্দ

ভেড়ামারায় মূসক চালানবিহীন ৫ লাখ ৫১ হাজার টাকার পন্য জব্দ

ভেড়ামারায় মূসক চালানবিহীন ৫ লাখ ৫১ হাজার টাকার পন্য জব্দ- ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মূসক চলানবিহীন ৫ লাখ ৫১ হাজার টাকার মূল্যের মশার কয়েল এবং জর্দা জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া-২।

শনিবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার গোলাপনগর এলাকা থেকে এ পন্য জব্দ করা হয়।

জানা গেছে, মূসক চালানবিহীন পন্য সরবরাহ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা গোলাপনগর এলাকা রাস্তার মোড়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২, ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তা মোঃ নওশের আলী মুন্সীর নেতৃত্বে অবস্থান নেয় কাস্টমস কর্মকর্তারা। নিবারক দলটি ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায় রাস্তার মোড়ে দীর্ঘক্ষণ অবস্থান নেয়ার প্রেক্ষিতে ট্রাকভর্তি "কাইট" ব্রান্ডের মশার কয়েল  ও "মণি জর্দা" নামীয় মূসক চালানবিহীন বিপুল পরিমাণ পণ্য জব্দ করতে সক্ষম হয়। 

এসময় ৪ লাখ ৯৪ হাজার ৩২৬ টাকা মূলের কাইট ব্রান্ডের মশার কয়েল এবং ৫৬ হাজার ৭০০ টাকা মূল্যের মণি জর্দা জব্দ করা হয়। যার বিপরীতে সর্বমোট রাজস্ব ১ লাখ ৪ হাজার ১৬৭ টাকা।

পরবর্তীতে জব্দকৃত পণ্যসমূহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২, ভেড়ামারা অফিসে নিয়ে আসা হয়। জব্দকৃত পণ্যসমূহের ব্যাপারে পরবর্তীতে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।