ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ফাইল ছবি

চট্টগ্রামের রাউজানে বালুবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ  চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার দমদমা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘চট্টগ্রাম শহরমুখী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চারজন নিহত হন।

তিনি জানান,বুধবার ভোরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে।