করোনা সংক্রমণ রোধে নির্বাচন স্থগিত করেছে ইসি

করোনা সংক্রমণ রোধে নির্বাচন স্থগিত করেছে ইসি

করোনা সংক্রমণ রোধে নির্বাচন স্থগিত করেছে ইসি--

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদ, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব নির্বাচন স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, ‘আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন, চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্য-পদে উপ-নির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের শূন্য-পদে নির্বাচনও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নির্বাচন স্থগিত থাকবে। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩(৪) অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের বিষয়েও পরবর্তীতে জানানো হবে।’
-বাসস