মুম্বাই-আরসিবি ম্যাচ দিয়ে শুরু আইপিএল ১৪

মুম্বাই-আরসিবি ম্যাচ দিয়ে শুরু আইপিএল ১৪

মুম্বাই-আরসিবি ম্যাচ দিয়ে শুরু আইপিএল ১৪-

প্রতীক্ষার অবসান। আজ শুক্রবার (০৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৪ তম আসর। করোনা আতঙ্ককে মাথায় রেখেই মেগা টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিচ্ছে বিসিসিআই। আসলে গোটা ভারতেই চোখ রাঙাচ্ছে মহামারী। আইপিএলের সঙ্গে যুক্ত বহু মানুষ ইতিমধ্যেই এই মারণ রোগের কবলে পড়েছেন। ফলে আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। কিন্তু তাতে মাঠের লড়াইয়ে কোনও প্রভাব পড়বে না। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

গতবার প্লে-অফে উঠেও ট্রফি অধরাই থেকে যায় আরসিবির। আর বিরাট কোহলি এবার আইপিএল জেতার ব্যাপারে কতটা উদগ্রীব সেটা আরসিবি প্র্যাকটিসেই বোঝা গেল। মুম্বই ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বিরাট টিমের প্রত্যেকের উদ্দেশে বলে দিয়েছেন, প্র্যাকটিসেও তিনি সকলের থেকে একইরকম ইনটেনসিটি চান। বিরাট আর এবি ডি’ভিলিয়ার্স আটচল্লিশ ঘণ্টা আগে টিমের সঙ্গে যোগ দিয়েছেন। আর প্র্যাকটিসের প্রথম দিনই তিনি বুঝিয়ে দিয়েছেন, টিমের থেকে ঠিক কীরকম মানসিকতা আশা করছেন। এখানেই থামেননি বিরাট। তিনি আরও বলেন, “আমি একটা ব্যাপার সবার থেকে আশা করব বেশিরভাগ সময়টা মাঠে কাটাব। সেটা প্র্যাকটিস সেশন হোক কিংবা ম্যাচ। সবাই একইরকম দায়বদ্ধতা দেখাবে, আমি ঠিক এটাই আশা করছি। আমরা এতদিন যেভাবে খেলে এসেছি, সেটা কোনওভাবেই পালটাবে না।”