ফের বিভক্ত ইসলামিক ফাউন্ডেশন

ফের বিভক্ত ইসলামিক ফাউন্ডেশন

ফাইল ছবি

বদলির আদেশ নিয়ে ফের উত্তাপ ছড়িয়ে পড়েছে ইসলামিক ফাউন্ডেশনে (ইফা)। বোর্ড অব গভর্নসের সিদ্ধান্ত উপেক্ষা করে সম্প্রতি কর্মকর্তাদের বদলির আদেশ জারি করেন ইফার মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল। ডিজির ওই বদলির আদেশকে ‘এখতিয়ার ও নিয়মবহিভূত’ উল্লেখ করে তা বাতিলের নির্দেশ দিয়েছেন বোর্ড অব গভর্নসের চেয়ারম্যান ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। পরে ডিজির আদেশ বাতিল করে পাল্টা অফিস আদেশ জারি করেছেন ইফার সচিব কাজী নূরুল ইসলাম। আদেশ ও পাল্টা আদেশ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বিরাজ করছে ক্ষোভ-অসন্তোষ-উত্তেজনা।

এবিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজি সামীম মুখে যা-ই বলুন না কেন, তার শারীরিক অবস্থা খুবই নাজুক। তিনি কখন কাকে কী বলেন তা, নিজেই জানেন না। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বোর্ড অব গভর্নসের সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত তোয়াক্কা না করে বিতর্কিত অফিস আদেশ জারি করছেন তিনি, যা তার এখতিয়ারবহির্ভূত। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও অশোভন আচরণ করছেন, যা কাঙ্ক্ষিত নয়। তাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়- এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছি। কিন্তু কাজ হচ্ছে না।’

এ প্রসঙ্গে ইফার সচিব কাজী নূরুল ইসলাম বলেন, ‘বোর্ড অব গভর্নসের সিদ্ধান্ত অমান্য করে ডিজির অফিস আদেশ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানে দেখা দেয় অচলাবস্থা। বোর্ডের সিদ্ধান্তের ফাইল পুটআপ করার জন্য আমাকে পর্যন্ত তিনি স্পষ্টীকরণের নামে শোকজ করেছেন। এটা তিনি পারেন না। আমরা বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ফাইল পুটআপ করেছি চেয়ারম্যানের নির্দেশে। তিনি অনেক গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর দিচ্ছেন না। নানাভাবে অসহযোগিতা করছেন।’