বাংলাদেশে রেনিটিডিন ওষুধ নিষিদ্ধ করলো সরকার

বাংলাদেশে রেনিটিডিন ওষুধ নিষিদ্ধ করলো সরকার

ছবি: সংগৃহিত

ক্যান্সার উপাদান থাকার সন্দেহে ভারতের পর এবার বাংলাদেশেও রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার এ সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। এর আগে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে ওষুধ প্রশাসন অধিদফতর।

বৈঠক শেষে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, দেশের মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় নিয়ে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি উৎপাদন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।