তুরস্ক থেকে যুদ্ধজাহাজ কিনছে পাকিস্তান

তুরস্ক থেকে যুদ্ধজাহাজ কিনছে পাকিস্তান

ছবি: সংগৃহিত

পাকিস্তানের কাছে ৪টি যুদ্ধজাহাজ বিক্রি করছে তুরস্ক। সেই যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু করেছে দেশটি। এসব জাহাজ রাডারকে ফাঁকি দিয়ে চলাচলে সক্ষম। রোববার এ ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। এদিন তিনি তুরস্কের নৌবাহিনীর নতুন টিসিজি কিনালিয়াদা এবং মিলজেমের যৌথ কমিশনে নির্মাণ কাজ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই তৈরি হচ্ছে পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ। এরদোগান বলেছেন, বিশ্বজুড়ে ১০টি দেশ যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা রাখে। তার মধ্যে তুরস্ক অন্যতম।

নিজস্ব ডিজাইন ব্যবহার করে জাতীয়ভাবে এমন যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা রাখে তুরস্ক। তিনি আরো বলেন, রোববার নির্মাণ শুরু হওয়া এই যুদ্ধজাহাজ ব্যবহার করে পাকিস্তান সুবিধাভোগী হবে বলে তিনি আশা করেন। ২০১৮ সালের জুুলাইয়ে মিলজেম শ্রেণির চারটি যুদ্ধজাহাজ কেনার জন্য চুক্তিবদ্ধ হয় পাকিস্তানের নৌবাহিনী। এই যুদ্ধজাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করেন পাকিস্তান নৌবাহিনীর কমান্ডার এডমিরাল জাফর মাহমুদ আব্বাসি ও এরদোগান। তারা প্রথম ধাতবপাত কেটে এর উদ্বোধন করেন।