মাঠেই মারা গেলেন আম্পায়ার

মাঠেই মারা গেলেন আম্পায়ার

ছবি: সংগৃহিত

ক্রিকেটের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। তাই সুস্থ হতেই ছুটে গিয়েছিলেন মাঠে। কিন্তু ম্যাচ আর শেষ করতে পারেননি। আম্পায়ারিং করা অবস্থাই মাঠে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসাপাতালে নেয়ার পথেই মারা যান পাকিস্তানের ৫৬ বছর বয়সী এই আম্পায়ার। সোমবার করাচির গুলবার্গ এলাকায় ক্লাব স্তরের একটি ম্যাচ পরিচালনা করছিলেন নাসিম শেখ। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনোর পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নাসিম পেশায় একজন কসাই ছিলেন। স্থানীয় মানুষের কাছে গোস্ত বিক্রেতার থেকেও বেশি জনপ্রিয় ছিলেন আম্পায়ার হিসাবে। বেশ কিছুদিন ধরেই হৃদপিন্ডের সমস্যায় ভুগছিলেন তিনি। বছরের শুরুতে অ্যাঞ্জিওগ্রাফি করাতে হয় তাকে। কিছুটা সুস্থ হতেই আবার মাঠে ফেরেন। শেষমেশ আম্পায়ারের পোশাকেই জীবনের ইনিংস শেষ করেন নাসিম।আম্পায়ারিং করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা ক্রিকেটে এই প্রথম নয়। এর আগে কার্ডিফে মাথায় বল লেগে মৃত্যু হয়েছিল বর্ষীয়ান আম্পায়ারের।