আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া

আন্তর্জাতিক চলচ্চিত্র  উৎসবে জয়া

ছবি: সংগৃহিত

সম্প্রতি কলকাতার পরিচালক কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অভিনয়ের খবর দেন জয়া আহসান। খবরটির রেশ কাটতে না কাটতেই জয়া কাছে এলো নতুন সুখবর। সেটি হচ্ছে– দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ার ছবি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। 

ভারতের সম্মানজনক সিনেমা আয়োজন ‌‘২৪তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও এ নির্বাচিত হয়েছে জয়া অভিনীত কলকাতার ছবি ‘বিনিসুতোয়’। পাশাপাশি ‌‘৫০তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া, গোয়া’-তে অংশ নিচ্ছে তার আরও একটি ছবি। সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক যে ছিল রাজা’ প্রদর্শন করা হবে এখানে।

এমন খবর পেয়ে বেশ উচ্ছ্বসিত জয়া আহসান। বলেন, ‘এটি আমার জন্য সত্যিই আনন্দের খবর।’ তিনি জানান, ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত থিরুভানানথাপুরমে হবে এই উৎসব। প্রতিবছর এতে ‘ইন্ডিয়ান সিনেমা নাউ’ বিভাগে বিভিন্ন ভাষার সেরা সাতটি ভারতীয় ছবি মনোনয়ন পায়। বাংলা ভাষার ছবি হিসেবে ‘বিনিসুতোয়’ নির্বাচিত হয়েছে।